বিচ্ছেদ যখন অবশ্যম্ভাবী প্রিয়

বিচ্ছেদ যখন অবশ্যম্ভাবী প্রিয়
এই সব ছোট খাটো হিসাব বাদ দিও
যতটুকু সময় পাও
ভালবাসায় ভরাও
হিসাব করো অবসরে
আমার বিদায়ের পরে
বিচ্ছেদ যখন অবশ্যম্ভাবী প্রিয়
পরে লাভ ক্ষতির হিসাব মিলিও।

গরম চা ঠান্ডা হয়ে গেলে
কি লাভ বল গলায় তা ঢেলে!
সময়ে ভালবাসি না বলে
আক্ষেপে জীবন পুড়ে চলে।
বিচ্ছেদ যখন অবশ্যম্ভাবী প্রিয়
তারপর নিজেকে ইচ্ছামত পুড়িও।

মদ সামনে রেখে যে স্মৃতিচারন করে
সে জানে না বোতল খোলার পরে
বা প্রিয়ার ঠোট ঠোটের সামনে পেয়ে
দেরী পাপ, চুমু বা চুমুক দিতে চেয়ে!
বিচ্ছেদ যখন অবশ্যম্ভাবী প্রিয়
যেটুকু সময় পাও বুকে টেনে নিও।

বিচ্ছেদ যখন অবশ্যম্ভাবী প্রিয়!

Leave a comment

November 11, 2022 · 6:33 pm

Leave a comment