Monthly Archives: November 2022

শুচিস্মিতা নট ফর সুশান্ত

সুশান্তের পাঠানো চিঠিটার খামে
লেখা অন্যের নাম বড় করে,বামে।
প্রতিটা শব্দের উপর হাত বুলায়।
ওর স্পর্শ আছে, বর্নে বর্নে, ধুলায়,
এমনিতে তো স্পর্শ করার উপায় নাই
এক শহরেই থাকে, লুকায় ছুপায় নাই।

বর্নগুলো কি নরম, কি তুলতুলে
ইচ্ছা করে পড়ে দেখে খাম খুলে।
কিন্তু না,অন্যের চিঠি কি পড়া যায়!
নিয়োমের কাছে শুচিস্মিতা নিরুপায়।

এখন সে কি আর কবিতা লেখে না?
মানুষ অভিজ্ঞতায় শেখে, শেখে না?
বুঝে গেছে হয়ত যত কবিতাই লিখুক
যত হা-হুতাস, কেদে ভাসাক বুক
শুচিস্মিতা তার হিসাবী জীবন ছেড়ে
তার কাছে ফিরবে না, কেই বা ফেরে?

দীর্ঘ শ্বাষ চাপতে চাপতে বের হয়ে যায়
সবকিছু বদলায় মানুষও তো বদলায়।
সব ছেড়ে ছুড়ে সে কি পারে না,
সিনেমায় হয়। বাস্তবে, আরে না।
শব্দ শুনে রেখে দেয় টেবিলের ‘পরে
চোখের কোনে জল চিকচিক করে।

শুচিস্মিতা নট ফর সুশান্ত
ও এটা অনেক আগে থেকেই জানতো।

Leave a comment

November 29, 2022 · 8:40 am

লাল সবুজ সিগনাল

হইত সিগনালটা একটু লম্বা, নয় একটু আগে এসে দাড়াতাম,
কোন কারনে পিছনে ফিরতে আর আমি হাত নাড়াতাম!

দেখলাম আমায় ফেলে বামে গেল সোনালী ডানার গাড়ি
আমার থেকে পালাতে তোমার পথ বদল তাড়াতাড়ি।

ভাগ্যকে দোষ দিতে পারিনা সে সুযোগ দিয়েছে করে
সবুজে পার হয়ে গেছ, আটকেছি লাল সিগনালে পড়ে।

Leave a comment

November 27, 2022 · 9:56 pm

বিশ্বকাপ ২০২২

কেউ বলছে জায়েজ আছে, কেউ বলছে পাপ।
কুলীনরা নাক শিটকিয়েছে, কাতারে বিশ্বকাপ!
ওরা ফুটবল বোঝে কি, একেবারে নাবালক।
টাকা দিয়ে ফিফা ম্যানেজ, আমেরিকার শোক।

ইটালীও বাদ পড়েছে ,বাদ তো নাইজেরিয়া
মিশর বাদ উদ্বেগ নাই সালাহ মিঞাকে নিয়া।
বরাবরের মত এবারও টপ ফেভারিট ব্রাজিল
নেইমার ভাল,তবু অভিনয় করে এ ফাজিল।
এবারে কি ঠিকই কাপ জিতবে আরজেনটিনা?
জানি না এই বয়সে মেসি আর পারবেন কিনা!
সৌদির সাথে এক খেলা হেরে কিছুটা বাকপুটে
বলা যায় না যেতে পারে তাও ফাইনালে উঠে।
ভাল খেলছে ফ্রান্স যদিও আহত বেনজামা
ইংল্যান্ড জিতেছে ইরানের অবস্থা তামা তামা।
জার্মানী যেন রোবটের টিম অভিব্যাক্তি হীন
রাশিয়া ইউক্রেন যুদ্ধে ব্যাস্ত দর্শক হল চীন।
দক্ষিন কোরিয়া এসেছে বটে, এসেছে জাপান
ছোট সাইজ খেলোয়ার মাঠ দাপিয়ে লাফান।

আফ্রিকান টিম এসেছে মরক্কো, তিউনিসিয়া,
সেনেগাল,কামেরুন, ঘানা বহুত আশা নিয়া।
আমি চাই এবারে নতুন কেউ জুতুক এই কাপ
নতুন কোন মেরাডোনা রাখুক বিশেষ এক ছাপ।

Leave a comment

November 23, 2022 · 9:27 pm

সিমান্ত সমস্যা

সিমান্ত সমস্যা

সিমান্ত দাগ দিয়ে ভাগ করে নি রদক্লিফ লাইন
নেই দেখা মাত্র গুলি করার কোন কালো আইন।
নেই সীমান্ত চৌকি, সীমান্ত রক্ষীর পাহারা।
নেই, ঘুলঘুলি দিয়ে বন্দুক তাক করে থাকে যাহারা।
তবু কেন যেন আমি তোমার এলাকায় যাই না,
তুমি এদিকে আসো চাই। না, চাই না।

মাথা তুললে কখনো চোখে চোখ পড়ে যায়
হাহাকার শিশিরের মত তা কোথায় ঝরে যায়!

পতাকা বৈঠকে কোথাও তো বসতে পারি
মাঝে-সাজে,তুমি তোমার পক্ষে আমি আমারি!

Leave a comment

November 11, 2022 · 6:45 pm

পুত্রের সাথে ঘুমানো

বললাম মন স্থির করেছি -আর লিখবো না কিচ্ছু।
“হায় হায় তবে সমাজের কি হবে”-বলে বাড়ির বিচ্ছু।
“তুমি না লিখলে গোমড়া থাকবে, কে ওদের হাসাবে?”
বুঝতে পারছিনা পুত্র আমায়, কোনদিক থেকে ফাসাবে!
“তোমার কবিতা না পড়ে কিভাবে ঘুমাবে শিপা আন্টি?”
“সেটা আবার কে চিনি না তো” টান দেই ডান কানটি।

বউ আড় চোখে তাকায় এদিকে কি ব্যাপার এই শিপা কে
এ নামে কাওকে চিনি না, সত্যি! পড়ে যাই মহা বিপাকে।
“আর বিপাশা আন্টি যার সাথে রাতে শুয়ে করছিলে চ্যাট,”
আসল দিতেই ঘাম ছুটে যায় ও আরো যোগ করে ভ্যাট।

বাড়িতে মেহমান আছে বলে কদিন ধরে পুত্রের সাথে শুই
রাত জেগে সিনেমা দেখতে দেই না, করছিলো গাই-গুই।
তাই বলে বুঝি,এ কাজের শোধ ও নিয়ে নেবে এ ভাবে
জানি না এবার কোথাকার পানি গড়িয়ে কোথায় যে যাবে।
বললাম জোরে, “সব মিথ্যা, ওরে, বলছে বানিয়ে বানিয়ে,
বিপাশার সাথে কথা বললে কি, বলব তোমায় না জানিয়ে!
বিপাশা তোমার কাছের বন্ধু, তুমিই করে দিয়েছ পরিচয়”
“তোমার সাথেই খাতির বেশী আমার সাথে কি কথা হয়!”

“সোনা সিনেমা দেখিস কিছু বলবো না এবার আমাকে বাঁচা।”
“আগে তুমি স্বীকার করো তুমি অংকে আমার চেয়ে কাচা।”
“স্বীকার করছি তুই বেশী ভাল এবার তোর মাকে বোঝা”
“ব্যাপার না, সব ঠিক করে দিচ্ছি এতো একেবারে সোজা।”

“জান মা বিপাশা আন্টিকে কি ম্যসেজ লিখেছিল বাবা,
আমার বৌ এর মত এত ভাল বৌ কোথাও কখনও পাবা?
আমি খুব সুখী পেয়েছি একটা সত্যিকার সোনা ময়না।”
বৌ আমার দিকে তাকায়, বুঝি না বিশ্বাস হয় কি হয় না।

ছেলে ফুল সাউন্ডে সিনেমা দেখছে আনন্দে রাত জেগে
কানে বালিশ চেপে চেষ্টা করছি, ঘুম কোথা গেছে ভেগে।

Leave a comment

November 11, 2022 · 6:39 pm

রদ বদল

চোখে চোখ রেখে চেয়ে ছিলে কিনা
এতদিন পর মনে নেই, জানি না।
ভাসাভাসা কথা হালকা আলাপ,
তবু মনে রেখেছিল স্থায়ী ছাপ।
এতো দিন পরেও চোখ বুজে দেখি
লাল ওড়নায় ঢাকা অপরুপ,সে কী!
বাইরে অবারিত শ্রাবনের ধারা
আমাদের মাঝে সংস্কার-পাহাড়া।
যদি বজ্র পড়তো বিদ্যুৎ চমকাতো,
কাছে টেনে নিলে কি হত জানি নাতো
যা হয় নি, তা হয় নি এটাই বাস্তব
তবু এখন কেন যে ভাবি এই সব!

আমাদের ভালবাসায় বা মোহে,
যা ঘটে নি তা কি ঘটবে বিদ্রোহে?
মুছে ইতিহাস, ভেঙে ভুগোলের বাঁধা
আমি শ্যাম হলে তুমি হয়ে যেও রাধা।

চোখে চোখ রেখে চেয়ে ছিলে কিনা
এতদিন পর মনে নেই, জানি না।
ভাসাভাসা কথা হালকা আলাপ,
তবু মনে রেখেছিল স্থায়ী ছাপ।
এতো দিন পরেও চোখ বুজে দেখি
লাল ওড়নায় ঢাকা অপরুপ,সে কী!
বাইরে অবারিত শ্রাবনের ধারা
আমাদের মাঝে সংস্কার-পাহাড়া।
যদি বজ্র পড়তো বিদ্যুৎ চমকাতো,
কাছে টেনে নিলে কি হত জানি নাতো
যা হয় নি, তা হয় নি এটাই বাস্তব
তবু এখন কেন যে ভাবি এই সব!

আমাদের ভালবাসায় বা মোহে,
যা ঘটে নি তা কি ঘটবে বিদ্রোহে?
মুছে ইতিহাস, ভেঙে ভুগোলের বাঁধা
আমি শ্যাম হলে তুমি হয়ে যেও রাধা।

Leave a comment

November 11, 2022 · 6:37 pm

বিচ্ছেদ যখন অবশ্যম্ভাবী প্রিয়

বিচ্ছেদ যখন অবশ্যম্ভাবী প্রিয়
এই সব ছোট খাটো হিসাব বাদ দিও
যতটুকু সময় পাও
ভালবাসায় ভরাও
হিসাব করো অবসরে
আমার বিদায়ের পরে
বিচ্ছেদ যখন অবশ্যম্ভাবী প্রিয়
পরে লাভ ক্ষতির হিসাব মিলিও।

গরম চা ঠান্ডা হয়ে গেলে
কি লাভ বল গলায় তা ঢেলে!
সময়ে ভালবাসি না বলে
আক্ষেপে জীবন পুড়ে চলে।
বিচ্ছেদ যখন অবশ্যম্ভাবী প্রিয়
তারপর নিজেকে ইচ্ছামত পুড়িও।

মদ সামনে রেখে যে স্মৃতিচারন করে
সে জানে না বোতল খোলার পরে
বা প্রিয়ার ঠোট ঠোটের সামনে পেয়ে
দেরী পাপ, চুমু বা চুমুক দিতে চেয়ে!
বিচ্ছেদ যখন অবশ্যম্ভাবী প্রিয়
যেটুকু সময় পাও বুকে টেনে নিও।

বিচ্ছেদ যখন অবশ্যম্ভাবী প্রিয়!

Leave a comment

November 11, 2022 · 6:33 pm