Monthly Archives: January 2022

খাটি ভালবাসা আছে

তোমার কাছে
নাকি খাটি ভালবাসা আছে?
দিতে পারো কুছ্,
তার থেকে দুই এক চামুচ?
চাকভাঙা সুন্দরবনের ,
সরিষা ফুলের মৌ-মনের?

আমার ভালবাসায় থাকে ঘৃনা!
থাকে প্রতিবাদ, প্রতিহিংসার ভেজাল কিনা,
তাই তোমার খাটি ভালবাসার চাক
ভেঙে দু এক ছটাক
দিতে পারলে খাটি ভালবাসা, দিও
প্রিয়, দাম যা চাও নিও।

Leave a comment

January 30, 2022 · 9:21 pm

আমরা কেমন বন্ধু বলোতো!

আমার বুক ভাংগার দিনে
তুমি টের ও পাও না,
দু একপা এগিয়ে যাও না।

তোমার কান্নার দিনে আমি
দোর খুলে কাদি।
কেমনে খবর পাই? আমি অন্তর্যামী?

যতটা ঈশ্বরবাদী সবটা বিশ্বাসে
তোমার মংগল চাই,
আমার দুর্ভাগা দিনে শুভেচ্ছা নাই!

আমার বাগানের সব ফুল
তোমার পুজার দিন গনে,
আমি তো বিগ্রহ নই তোমার মনে!

Leave a comment

January 28, 2022 · 12:29 pm

my words, your denial

there was something i wanted to say
there was nothing you wanted to listen
so i whisper in the air and hoped
till your ears my words will decend!

Leave a comment

January 25, 2022 · 6:24 pm

হে কবর প্রসারিত থেকো

হে কবর প্রসারিত থেকো।
যাকে এখানে রেখে যাচ্ছি-পরমোত্তমা
সারা জীবন তিনি বিলিয়েছেন মহানুভবতা,ভালবাসা ও ক্ষমা।

হে মাটি আরও নরম হও।
জীবনে এতো নরম মানুষ দেখি নি,
সুউচ্চ আসিন অথচ মাটির কাছাকাছি
আল্লাহর এক একনিষ্ঠ বান্দিকে।
মনকার নেকির, রেখে যাচ্ছি।
সারা জীবনই তাঁর শুধু পরীক্ষাই।
শওয়াল ও জবাব, কৈফিয়ৎ!
এবার একটু শান্তিতে ঘুমাক।
হে কবর প্রসারিত থেকো আলবৎ!

Leave a comment

January 24, 2022 · 7:36 pm

পরাজিত ভালবাসার আত্মহুতি

জিতে গেলে
অবহেলার উত্তাপে
জিতে গেলে অভিশাপে।
নিঃশেষ করেছ আমার ভালবাসা।

এই তো চাইতে,
দুরে তো আগেই গেছ
চেয়েছ আমার মন বিষে ছাইতে।
আমার ভালবাসা ঘৃনায় বদলে দিতে।

আমার মন থেকে
মুছে দিতে
তোমার জন্য রাখা সব সহানুভুতি
এও তোমার বিজয়,
পরাজিত ভালবাসার আত্মহুতি।

Leave a comment

January 23, 2022 · 9:39 pm

নিশ্চয়ই আজকের চাদ একটা বেহায়া চাদ

আমার এত মন খারাপের রাতে
বেলী ফুলের মালা হাতে-
চাদ ঠোটে গোলাপী আভা মাখায়
মেঘের ফাক থেকে তাকায়!
ও জানে, নিশ্চিত ভাবে জানে
আমার মন খারাপের মানে।
সে আমাকে একেবারে রাখে নি মনে।
ভুলে থাকা,ভুলে যাওয়া এক নয় কোন খানে।
বেহায়া চাদটা তবু আমার জানালার কাচে
জোছনা বিলিয়ে নাচে!

Leave a comment

January 22, 2022 · 12:19 am

মনে থাকে, মনে থাকে না

একটা মানুষ চলে গেলে,
তার কি কি মনে থাকে, কি কি থাকে না-
তার কোন বান্ধাধরা নিয়োম নেই।
হাসিটা মনে থাকে, কারও কান্নাটা।
কারও কোন মধুর ডাক,
কারও একটা শুন্যতা- মহাবিশ্বের মত।
ছেড়ে আসার সময়-পিছন পিছন চাওয়া চোখ
একবার ফিরে দেখার নেশা, চোখাচোখি।
পা ফেলার চাপা চাপা শব্দ,
সুগন্ধি হাওয়া।

একটা মানুষ চলে গেলে,
তার সবটুকু নিয়ে চলে যায়।
একাটা মানুষ চলে গেলে
কারও জন্য সবটুকু রেখে চলে যায়।

Leave a comment

January 20, 2022 · 11:54 pm

একটা মানুষ যখন চলে যায়

একটা মানুষ যখন চলে যায়
রেখে যায় এক খানে শুন্যতার কোণ,
হাহাকারী কিছু গুমট বাতাস
স্মৃতির চোরাবালি ডুব দেয়া মন।

Leave a comment

January 19, 2022 · 10:16 pm

mystery of death

i was never so close to death!
when was i far from death?
when life was sound
when there was so much around,
grandour,celebration and fun
death kept me on the run.
during darkness-sorrows and pain
death was there to entertain.

death is a mystery once solved by everyone
but to claim credit there return none.
the life succeeds to death
to solve the mystery of death

Leave a comment

January 17, 2022 · 7:14 pm

সে রকম নেশা হয় নি

কসম সে রকম নেশা কখনও হয় নি,হয়ও না।
সে রাতে যখন বললাম,”ভালবাসো, নয়না?”
“বুঝে নাও।মনে জুড়ে থাক শয়নে জাগরনে!”
“মুখে বলতে দোষ কি?নির্দ্বিধায় স্পষ্ট উচ্চারনে?”
তুমি অন্যদিকে মুখ ঘুরিয়ে বলেছিল,” হুঁ, বাসি।”
লুকাতে চেয়েছ,চোখে মুখে লাগা লাজুক হাসি।
সেই মুহুর্ত্বে সব হুশ, জ্ঞান আশা এক হয়েছিল মিলে
চোখের সামনে ও চোখ বন্ধে, তোমার চিবুকের তিলে।
বলেছিলে রাত হয়েছে, যাও,বহু দুরে যাবে একা”
ফিরে এসেছি তখনও জানি না ভাগ্যে কি আছে লেখা!

তারপর আমাদের দেখা হয়েছে বছর পাঁচ পর
তার সাথে এক সুদর্শন যুবক,” এ আমার বর।”
“সমুদ্র গপ্তু! নয়না আপনার অনেক গল্প করে
আমি অবশ্য কবিতা টবিতা পড়ি না, সে পড়ে।”
খুব জানতে ইচ্ছা হয়েছিল, আর কি কিছু বলে ,
সেই প্রতিশ্রুতি তার মন নাকি আমার দখলে!
খুব নির্লজ্জের মত তাকিয়েছিলাম নয়নার দিকে
সেই সেদিনের মত লাজুক হাসি আরেকটু চিকচিকে

সন্ধ্যায় বোতল খুলে বসি, হয় না তেমন নেশাই
কসম কোন দিন হই নি মাতাল যত কম পানিই মেশাই

Leave a comment

January 7, 2022 · 4:07 pm

তুমিও দায়ী না,আমিও না

পুরানো রেকর্ড পত্র নামিও না।
জানি তুমিও দায়ী না,আমিও না।
আমার দাদা,তোমার প্রপিতামহ
হয়তবা দায়ী, বা দুরের আর কেহ।

হিন্দু মুসলিম দুইই ছিল এক গ্রামে
ঘাম ঝড়াতো খেতের কাজে কামে,
মাঝি গাঙে তুলতো ভাটিয়ালী সুর
গাড়য়ান গান গেয়ে যেত কত দুর
মাছ ধরতো একই নদীতে, বিলে
নৌকা বাইচ করতো সকলে মিলে।
এখনের চেয়েও বেশী ছিল অভাব
মানুষের মাঝে ছিল ভালবাসা-ভাব।
সুভাস বোস কে সবাই মানত নেতা
এল নেহেরু-জিন্না, এল হারা জেতা!
বাঙালীর উপর এদের বড্ড রাগ
তাই ঠিক হল বাংলা হবে ভাগ।

মানচিত্র কুচিকুচি হল, গ্রাম পুড়ল।
রক্তারক্তি তবু বিজয় নিশান উড়ল।

সবার আগে হাটতো যে বাংগালী
আজ মঞ্চের নিচে বসে দেয় তালি
মঞ্চ কাপায় খুনী চোর বদমাস
আমরা মনে মনে করি ঘৃনা চাষ।

অথচ আমিও দায়ী না, না তুমি।
সবাই জিতেছে হেরেছে বঙ্গভুমি।

Leave a comment

January 7, 2022 · 12:11 pm

when i am gone

when i am gone
if it does not create a void
somewhere or in your heart,
i really never existed!

Leave a comment

January 5, 2022 · 9:33 pm