Monthly Archives: August 2018

একটি টোলের জন্য

ডাকাতিয়া যেখানে মেঘনাতে এসে মেসে,
সেখানে একটা ঘূর্নী আছে, এসে।
অনেক লঞ্চ, নৌকা সেখানে হারায়,
দূর্নাম খুব অনেক জীবন কাড়ায়।
এ ঘূর্নী বারবার ভাঙে শহর,
রেল লাইন, বন্দর,মসজিদ, ঘর।

প্রথম এ ঘূর্নী দেখে, লাগে,
কোথায় যেন দেখেছি এমন আগে।
ঠিকই!
মনের খাতায় লিখি:
তোমার গালের সে টোলটার মত।
যে টোল গোচরে হৃদয় শিহরিত।

আজ হতে যেন কত আগেকার কথা
চোখাচোখি হতে হাসির প্রগলভতা
ঠোটের সাথে গালের মিলনস্হলে-
অন্ধকার, তাও প্রদীপের মত জ্বলে।
সেই গহ্বরে অধঃপতনের হাতছানিতে
ডুবেছি নিত্য সরাবের লালপানিতে।

ভাঙা মন, ভাঙা শরীর ঝাপসা হয় স্মৃতি
সে টোলের জন্য আজ এ পরিস্হিতি।

Leave a comment

August 31, 2018 · 10:09 am

love bite- 83

the wind keeps the flame burning,
the wind puts off the flame
it is merely on its mood
it is merely its own game.
your love keeps me alive
your love leads me to death
it is merely how you want me
to breathe my last breath!

Leave a comment

August 29, 2018 · 11:17 pm

কবিতা কণিকা ১০৪

অপেক্ষার উইপোকাটা নিশব্দে কেটেছে,খোলস ছাড়া সব
খোলসটা ধার করা, আর নেই বৈভব।
বার্ধক্যে বদলে গেছে,যৌবন ও শৈশব।
বিনা বাক্যে মেনেছি পরাভব ।
পরজনমে তোমার অনামিকায় আংটি হবো প্রিয়,
তোমার দেয়া ভালবাসার হিসাব নিলে নিও।

Leave a comment

August 29, 2018 · 8:48 am

moon steals my loneliness

wanted a lonely night by the sea,
the waves to come to me
one after another
from far and further!
would pick the foams of memories,
unsolved mysteries, worries
that i like, that i saved a few
holding in my palm, thinking of you.
but soon
there came the moon,
i did not want company,
i did not like any!
only loneliness to feel,
wounds that i don’t want to heal
kept safe in heart
that the moon would steal!

why do you intrude my privacy?
your glamour, i don’t want to see,
or any face, rather than her face
loneliness is coloured by her hidden. grace!

Leave a comment

August 27, 2018 · 10:58 pm

my infatuated loneliness

you will never understand my loneliness, it is unique!
you will never undestand my feeling it is mystique,
won’t feel,how infatuation turns into love in music
still you remain undecided that is pathetic
i am always weak at expression, weak as my lyric!

Leave a comment

August 25, 2018 · 9:34 am

রোবটিও

যথেষ্ট পরিমানে শিল্পী হয়েছে পয়দা!
মেকাপ শিল্পী মুখে মাখছে ময়দা,
সিনেমা হচ্ছে গল্প নেই, মেসেজ নেই
নিরাপত্তাই সব, পালানোর প্যাসেজ নেই।
সাপ নিয়ে চলে নাগিন নাগিনা খেলা,
গরীব নায়ককে নায়িকার অবহেলা,
বাবা কেন চাকর জাতীয় সিনেমায়
হলে গিয়ে জনগন চিপস কিনে খায়!
চলুক এভাবে দেশ জুড়ে এ বিনোদন
নিরপরাধ আনন্দে সরকার দিবে প্রনোদন।

অগুনতি কবি, চিত্রকর তো রয়েছেই
হাজার খানিক ,সংগীতজ্ঞও হয়েছেই,
তা ছাড়াও আছে বাচাল লেখক, গায়ক!
নৃত্যশিল্পী, মঞ্চ শিল্পী নায়িকা- নায়ক।
রবীন্দ্র নজরুল জীবনান্দের পর আর
কবি, লেখকের বাংলাদেশে কি দরকার ?
পটুয়া জয়নুল, কামরুল, সুলতান, রাসা
দূর্ভিক্ষের ছবি হতে লাঙ্গল, কৃষক, রেনাসা,
যা যা দরকার হয়েই তো গেল তাই না?
মেধার প্রয়োগে, বাড়ুক বিপদ, চাই না।
যখন তখন মেধাদের মাথা গরম হয়,
মেধা স্বত্ত্বে এ মেধা বেঁচে, তা শরম নয়?
একেবার অনউৎপাদনশীল খাত
আমাদের এখন দরকার কর্মীর হাত।

মোড়ে মোড়ে স্পিকার, রেকর্ডে বাজবে গান
ভাস্কর্যও অনেক হয়েছে, নতুনের নেই স্থান
দামী ছাপা মেশিনে ছাপা হবে চিত্রকর্ম
দেয়াল জুরে ঝুলতে থাকলে সবাই বুঝবে মর্ম।
বিনোদন মাপা, সরকার তোষনই ধর্ম,
চোখ ঢেকে দিবে এক সময়ে চর্বিযুক্ত চর্ম।
দেশের মানুষ রবোট মানুষ বেড়াবে নড়েচড়ে
সবকিছু ঠিকঠাক থাকবে, মনটা যাবে মরে।

Leave a comment

August 20, 2018 · 12:49 am

কবিতা কণিকা – ৭৬

শুধু আকাশই জানে কিভাবে কাঁদলে
আবার সূর্যের দেখা মিলে যায়!
সহস্র বরসায় আমি কেঁদে যাই তবু,
তুমি কোথায়, তুমি কোথায়?

Leave a comment

August 19, 2018 · 9:18 am

come to me

come to my arms, no rain will touch you
stay in my heart, no pain will touch you
you were so unkind, chose to stay behind
you know well that you rule my mind.
my eyes see you though love is blind.
a brief history of love is such outlined.
come to my arms, no law can prevent you
answer my call that i have sent you.

Leave a comment

August 17, 2018 · 12:36 pm

ফাকি

বড়-চাওয়া কত পূরন হয়েছে!
হয়ত পূরন হয়নি ছোট কিছু,
সেই ছোট চাওয়াই এখন সব
অপ্রাপ্তির কষ্ট ছাড়েনা পিছু।

য়ে দিন তোমায় ফিরিয়ে দিয়েছি,
অথবা তুমিই স্বেচ্ছায় গেছ চলে
আজ সারা জীবনের সঞ্চয় ফেলে,
ভাবি কি হতো তুমি আমার হলে!
বৃষ্টি দিনে উদাস হতো না মন-
জোছনা রাতে একা লাগতো না,
পথ হারানোর উপলক্ষ খুজতাম,
মন খারাপের বাহানা থাকতো না।

কত চাওয়াই তো পুরণ হয়েছে,
কিছু চাওয়া থেকে গেল বাকি,
যা পাই নি তাই জহরৎ ছিল,
যা পেয়েছি তার নাম ফাকি!

চাইলেও পিছনে ফিরে যেতে পারব না,
স্মৃতির ডানায় ভর করে তবু উড়ি
দূরে থাকাটাই আমার ভাগ্যে লেখা
তাই বিনা আগুনের শিখায় পুড়ি!

Leave a comment

August 16, 2018 · 11:09 pm

love bite- 82

to love is human, to live in pain.
what to forget, remains in the brain.
what to remember we usually refrain
instead of right often take wrong lane
to wait for someone in sunshine and rain!
love seek at this age, is really insane!

Leave a comment

August 16, 2018 · 5:28 pm

তোমার পথে চল

কিছুটা যাই,
তুমি পা ফেলে
আমি সাইকেলে
পাশাপাশি চলে, কিছুটা যাই।
কিছুটা মানে কত দূর?
মিরপুর, কল্যানপুর, কত দূর?

তোমার সঙ্গে থাকা সময়ের হিসাবে,
কিভাবে ঘন্টা মিনিটে মিসাবে?
সে বড় অন্যরকম, গোলমেলে।
ঘন্টাগুলো মিনিটের মত গেলে,
সে হিসাব রাখবে সাধ্যকার,
ভুল হয় গেলে যদি অবাধ্যতার
হিসাব নথি চেয়ে বসে
ঘড়ি ধরে হিসাব কষে?
সেটা যার দরকার সে হিসাব নিক!
কোন কোন ভুল ঠিকের চেয়েও ঠিক।

পুরানো বাংলা সিনেমার
পথ না শেষ হবার গান বাজবে পাশে
তুমি কথা বলছ হেসে হেসে
আমি ফুটপাথ ঘেসে ঘেসে
চলছি হাওয়ায় ভেসে।
তুমি পা ফেলে
আমি সাইকেলে…..
তুমি তোমার পথে
আমি কশরতে।

Leave a comment

August 12, 2018 · 7:15 am

love bite- 81

can your reflection move its eyes when you look?
can it stop or move back, the love brook?
when you see me lost,i am lost in imagination!
when i seem not loving you, i am sunk in passion.

Leave a comment

August 11, 2018 · 11:50 pm

পরমাণূ কবিতা – ৭৫

আমার একলা থাকার ক্ষন গুলো হয় শুধুই তুমিময়,
যতই থাক দূরে তুমি, সে দুর, দুরে নয়!
আমার একলা থাকার ক্ষন গুলো হয় শুধুই তুমিময়,
দুৃঃখ গুলোও সুখ হয়ে তাই হাসে ইশারায়।

Leave a comment

August 10, 2018 · 6:35 pm

দূরালাপন ঘটিত

আর উমা চমকে ওঠে না বাজলেই রিং!
চমকের দমক আর কত দিন?
খুব রুঢ় ভাবে মানা করেছিল ফোন করতে,
কেন যে এভাবে বলল, কেন যে মরতে…
এর আগেও অনেকবার বলেছে, দু এক দিন,
তারপর সব ঠিক, আবার রিং!
ঠিক সোয়া সাতটায়
আধ শোয়া হয়ে খাট টায়
কখনও এক ঘন্টায়, দু ঘন্টায়,
চার্জ থাকতো না সনি ইরিকসনটায়,
তাই কিনেছিল হুওয়াই
“দেখবেন, বেটারী সাপোর্ট যেন বেশী পাই! ”
চলত আলাপন, কথোপকথন
কখনও মৌনতা কখনো গুঞ্জন।
কেন যে এতো কঠোর হতে গেল, ধূর!
কাছে কাছে, দূর দূর,
ভালই চলছিল,চলতো,
আর কিছু তো না, কথাই তো শুধু বলতো!

রিং বেজেই চলেছে। একঘেয়ে।
সুজয় হলে কেটে দিত, দু রিং এ না পেয়ে।
সুজয়! অমিত নামে সেভ করা ছিল।
ঠিক দু মাস পর ধরা দিল!
“হ্যালো! হঠাৎ কি মনে করে?
কি কারনে মনে পড়ল এতো দিন পরে? ”
“শুধু জানতে, আমায় কি মিস করেছ?
সোয়া সাতটায় ফোন বাজলেই দৌড়ে ধরেছো?”
“একেবারেই না। খেয়ে দেয়ে কাজ নেই,
হা করে থাকবো আপনার অপেক্ষাতেই!”
“আচ্ছা তাহলে রাখি!”
কেটে দিল নাকি? কত কথা বাকি!
“শোনেন, শোনেন,হ্যালো! ”
ফোন কেটে গেল।

কত বছর হল তারপর
আর কখনও পায়নি সুজয়ের খবর!
সুজয়ের নম্বরে অনেক দিয়েছে ফোন,
“নম্বরটা খালি আছে” মেশিনের টোন।
আজও সোয়া সাতটায় বাজলে ফোন,
ধ্বক করে ওঠে বুক, আনচান মন!
শেষ কথাটা বলা হয় নি উমার,
“ভালবাসি সুজয় তোমায়, বেসুমার!”

Leave a comment

August 9, 2018 · 10:32 pm

কবিতা কনিকা -১০২

কুয়াশা কে ধরা যায় না,ছোঁয়া যায়।
মনের হদিস পাই কৈ,কিন্ত ছোঁয়া যায় অনবরত।
ছুৎমার্গের বাইরে আমাদের এ ভালবাসা একেবারে আলাদা,শ্বাশত!
অন্ধকারের সাথে জোছনার সহঅবস্থানের মত,
মিশে আছি মহাশূন্যে পরমব্রতে আনত।

Leave a comment

August 9, 2018 · 1:27 am

কবিতা কণিকা -১০৩

একদিন আমাদের আর দেখা হবে না।
আর কোন কবিতা লেখা হবে না
শুধু বৃষ্টির দিন থাকবে স্মৃতিচারনের।
বাকিটা জীবন ধারণের
আর আমার স্বপ্নটা!
একটা নৌকা,ঝড়ের রাত, নদী তীরে আমরা দুজন শুধু! ওটা।

Leave a comment

August 8, 2018 · 9:35 am

পরমাণু কবিতা-৭৪

তোমার চোখের পেয়ালা উপচিয়ে আসে ভালবাসার ঘ্রান,
জানি আমি ক্ষণিকের মেহমান
তবু ভালবাসা পাবার আশায় গেলাস ভরে করি বিষ পান!

Leave a comment

August 7, 2018 · 11:19 am

অস্ত্র জমা দিন:

নিরাপত্তার খাতিরে বন্দুক,রাখতে পারেন কাছে,
তবে কলম নয়! যার যার কাছে আছে,
সাথে নিয়ে ঘুরে খোচা খেতে হবে পাছে
জমা দিয়ে দিলে পরে দেশটা তবে বাঁচে!

Leave a comment

August 6, 2018 · 6:44 pm

the masking eyes

and when our eyes met,
though you have said a thousand times i bet,
“I don’t love you, I never did!”
how can i disbelieve the curiosity of your eye lid?
the appeal of your eyebrow?
i misunderstood once, i won’t ruin my tomorrow.
divert me by not looking at me
but how far you hide your soul how far could it be?
and the passions that slip
when you blink, i see only the iceberg’s tip.
in a moment when our eyes met,
o princess, to tell “i love you” is never to late.

Leave a comment

August 6, 2018 · 3:27 pm

পরমানূ কবিতা-৭৩

চোখের ঠিক কোথায় আছো জানিনা,
চোখের সব পানিতেই তোমার ছায়া দেখি।
চোখের সামনে তুমি নেই,
চোখের সামনে তুমি ছাড়া কেউ নেই!

Leave a comment

August 5, 2018 · 5:58 pm

hobby

the teacher asked,”what is your hobby?”
everyone was prompt,I left for the lobby!
 
with no melody, I have a terrible voice,
when I sing,is more than but a noise.
I liked to draw, it was of bizarre shapes,
you smell a mango when I drew grapes.
i hated to study but liked story books
not classic ones, from road side hooks.
moved by poetry,tried to compose some
when I had themes,words failed to come
then started going out for living in nature
seeing landscapes of various features
soon I got lethargic, lost my love to wander
one stormy night it was lightening with thunder
I saw you as we were in a bus station,
you had the look that was in my imagination
now I have a hobby, getting your love
at least a new hobby ultimately I develop.
 
the audience said,”what is your hobby?”
i was so ashamed in the whole lobby.
ultimately I have a hobby that I can not tell,
a hobby with no pleasure that burns like hell!

Leave a comment

August 3, 2018 · 12:05 pm

telling the truth

(Sachchi baat kahi thi maine)
original lyrics by sabir dutt

I just told what was the truth!
I just told that was the truth.
people asked for my crucifixion
death by poisoning, execution,
still they themselves can’t satisfy
a painful death, they wished to try.

I just told what was the truth
I just told that was the truth
all i wanted is to live in peace
instead suffered, oppressed, teased
the gift of telling the truth is this!

I just told what was the truth
I just told that was the truth
don’t be different don’t be exception
don’t be the leader with a vison
don’t be preacher of peace mission.

spend your life in compromise
spend your life in compromise
don’t waste life for truth ties,
learn something from my cries
for truth with life, i paid the price.

Leave a comment

August 1, 2018 · 10:55 pm