আমাদের যাত্রা

তোমার দরজায় যখন পালকি অপেক্ষায়
আমার দরজায় তখন খাটিয়া পৌছায়।
তোমায় সাজিয়েছে লাল বেনারশীতে
আমি কাফনে জড়ানো,বাকি বেঁধে দিতে।
কিছু বকুল ফুল তোমার হাতে জড়ানো,
একই বকুল আমার মাথার কাছে ছড়ানো।
ওখানে বাজি পুড়ছে এখানে আগর বাতি
তোমার বন্ধুরা আছে আমারও কিছু সাথী।
জানাজা পড়ানো হবে ইমাম দাড়ালেন
তোমারো বিয়ে পড়াতে কাজি পা বাড়ালেন।
সবাই বসে আছে তোমার চোখে জল
কে যে বলে উঠলো- বল মা, কবুল বল।
এখানেও তাড়া দেয়, মিঞারা তাড়াতাড়ি
পরের ওয়াক্ত হলে দেরী হয়ে যাবে ভারী!

তোমার কৌতুহুলী চোখ কি যেন যায় খুজে
কে যেন চেপে আমার দু চোখ দিয়েছে বুজে।

Leave a comment

April 26, 2024 · 10:29 pm

Leave a comment