এই শহর, সেই শহর

কি করে খবর পাঠাই
প্রখর ক্ষরায় মেঘদূতেরই খবর নাই!
দমবন্ধ শহরের ভাগাড়ে মুমূর্ষু হাওয়া
না তোমার গায়ের গন্ধ যায় পাওয়া
না গুজব ওড়ে না তোমার নামে রটনা
শহরের নাভিশ্বাস উঠেছে এটাই ঘটনা।

আমার দ্বার্থক কবিতা অর্থ হারায়
সরকারী কাচি কেটে অনর্থে দাড়ায়।
মনের কথা মনে পচে মরে দ্বিধায়
বলা হয় না বোধগম্য অসুবিধায়।

আকাশ ফাটিয়ে বলি, ভাল আছো?
প্রতিধ্বনী শুনি একা একা বাঁচো।

এই শহরে সবাই একা একা বাঁচে।
বা মরে! স্মৃতি ফলকে দেখ লেখা আছে।

Leave a comment

August 24, 2022 · 5:22 am

Leave a comment